পশ্চিম আফ্রিকার দেশ- বুরকিনা ফাসো’য় অস্ত্রধারীদের হামলায় নিহত কমপক্ষে ৩০ জন। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য।
বিবৃতিতে জানানো হয়, উত্তরাঞ্চলীয় শহর- মারকোয়ে’তে চালানো হয় হামলা-লুটপাট। অগ্নিসংযোগ করা হয় ঘরবাড়ি আর আবাদি জমিতে।
এসময় পাল্টা অভিযান চালালে অস্ত্রধারীদের গুলিতে প্রাণ হারান ১৫ সেনাসদস্য। বাদবাকি নিহতরা গ্রামবাসী- এমনটা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গোলাগুলিতে ১০ হামলাকারীর মৃত্যুর খবরও জানানো হয়। এখনো কেউ দায় স্বীকার করেনি।
তবে সেনাবাহিনীর ইঙ্গিত- আইএস বা আল-কায়েদা চালাতে পারে এই নাশকতা। ২০১৫ সাল থেকেই দেশটিতে সক্রিয় জঙ্গিরা।
এনএনআর/
Leave a reply