ছুটির দিনে রাজধানীতে বেড়েছে মানুষ ও ব্যক্তিগত যানবাহনের চলাচল। স্বাস্থ্যবিধি মানতে সর্বত্রই ছিলো উদাসীনতা।
শুক্রবার সকালে আব্দুল্লাহপুরের চিত্র ছিল ভয়াবহ; সড়ক জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি। ঢাকায় প্রবেশের তুলনায় ঢাকায় থেকে বের হওয়া মানুষের সংখ্যা ছিল বেশি। গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা পায়ে হেটে বা রিকশায় করে গন্তব্যে যাচ্ছে। অনেকে ছোট ছোট যানবাহন ও পিকআপ ব্যবহার করছে। কিন্তু দুই থেকে তিন গুণ বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে যাত্রীদের।
আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, বিভিন্ন অজুহাতে মানুষ বের হচ্ছেন। কিন্তু তাদের মাঝে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে নানান অজুহাত দেখাচ্ছেন যাত্রীরা।
এনএনআর/
Leave a reply