করোনা ও উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি জেলায় আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলেই মারা গেছেন ৩০ রোগী। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ রোগী মারা গেছে বরিশাল মেডিকেলে ১৬ জন।
এদিকে ১৫ জন মারা যাওয়ার খবর জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এদের মধ্যে কোভিড রোগী ৫, বাকিরা উপসর্গধারী। এছাড়া কুমিল্লায় ১৫, কুষ্টিয়ায় ১২, খুলনায় ৮, জয়পুরহাটে ৭, ঠাকুরগাঁও ও নোয়াখালীতে ৩ জন করে এবং নেত্রকোণায় ২ করোনা রোগী মারা গেছেন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
এনএনআর/
Leave a reply