বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু ৪৩ লাখ ছাড়ালো

|

বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু ৪৩ লাখ ছাড়ালো

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে করোনা মহামারিতে মোট মৃত্যু ৪৩ লাখ ছাড়ালো। কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৩৪ লাখের ওপর।

একদিনে আরও প্রায় ৮ হাজার প্রাণ গেছে এই ভাইরাসে। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৪ লাখ ৭০ হাজারের কাছাকাছি। দৈনিক প্রাণহানির শীর্ষে এখনও ইন্দোনেশিয়া। রোববার প্রায় ১৫শ’ মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। পরের অবস্থানেই রাশিয়া। মৃত্যু হয়েছে ৭৮৭ জনের। মেক্সিকোয় একদিনে কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে ৫ শতাধিক মানুষ। সাড়ে চারশ’ জনের মৃত্যু হয়েছে ভারতে।

রোববার দৈনিক সংক্রমণের শীর্ষে ছিল দেশটি। ৩৬ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাস। এদিন ব্রাজিলে ৩৮৮ জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে সরকারি হিসেবে।

অন্যদিকে ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে যুক্তরাষ্ট্রে। ১২৮ মৃত্যু ও ২৪ হাজারের কিছু বেশি আক্রান্ত চিহ্নিত হয়েছে সেখানে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply