Site icon Jamuna Television

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শীতারামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় ভাঙচুর করা হয় উভয় গ্রুপের অন্তত ২৫ টি বাড়ি। আজ সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
হরিশংকরপুর পুলিশ ক্যাম্প কর্মকর্তা হুমায়ন কবির জানান, জেলা সদরের হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম এবং সাবেক চেয়ারম্যান ও আওয়ামলীগ নেতা ফারুকুজ্জামান ফরিদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় গ্রুপের সমর্থকরা সকালে শীতারামপুর গ্রামের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী পরানপুর ও চন্দ্রযানী গ্রামে। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ১৫ জন এবং ভাঙচুর করা হয় প্রায় ২৫ টি বাড়ি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Exit mobile version