সিরিজ জয় আর সিরিজে ফেরা ভিন্ন দুই সমীকরণে আজ শুক্রবার সন্ধ্যায় ৩য় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া।
মিরপুরের হোম অব ক্রিকেটে ৫ ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টায়।
তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় টাইগাররা। তবে ওপেনারদের অফ ফর্ম ভাবাচ্ছে স্বাগতিকদের। এদিকে দেশের বাইরে বাংলাদেশের কন্ডিশনকে সবচেয়ে কঠিন মানছে শুধু একটা জয়ের খোঁজে থাকা অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচ জিতে যখন ফুরফুরে মেজাজে বাংলাদেশ, তখন ঠিক বিপরীত চিত্র অজি শিবিরে। বাঘের থাবায় যেন নাস্তানাবুদ ক্যাঙ্গারুরা। ঘুরে দাঁড়াবার প্রত্যয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্রামে থাকলেও মিরপুরের হোম অব ক্রিকেটে ঘাম ঝরিয়েছে জাস্টিন ল্যাঙ্গারের শিষ্যরা।
অস্ট্রেলিয়া স্পিনার অ্যাস্টন অ্যাগার বলেন, দুই দলের বোলাররাই দারুণ বোলিং করছে। আমাদের বোলাররা ভাল পারফর্ম করছে। শুধু ব্যাটিংয়ে আঁটসাঁট হতে হবে আমাদের। এক ম্যাচে আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়েছে, আরেক ম্যাচে নিচের দিকের ব্যাটসম্যানরা। আশা করি, পরের ম্যাচে আমরা সমস্যাগুলো ঠিক করতে পারব।
এদিকে ওপেনিংয়ে সৌম্য সরকারের ধারাবাহিক ব্যর্থতায় কপালে চিন্তার ভাঁজ বিসিবির। যদিও অন্যরা সেই ক্ষত পুষিয়ে নিচ্ছেন। তবে এসব কিছু ছাপিয়ে ৩য় ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করাতেই মনোযোগ এখন বাংলাদেশের।
/এসএইচ
Leave a reply