প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান

|

নিমরোজ প্রদেশের রাজধানী যারানজের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানীর দখল নিলো তালেবান। শুক্রবার (৬ আগস্ট) নিমরোজ প্রদেশের রাজধানী যারানজের নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি।

ইরান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ বন্দর নগরীটি দখলের দাবি জানিয়ে এক টুইটবার্তা পোস্ট করে তারা। খুব শিগগিরই অন্যান্য প্রদেশেও আধিপত্যের প্রত্যয় জানায়। বিমানবন্দরের সামনে নিজেদের ছবিও প্রকাশ করে তালেবান। এদিন শহরের বিভিন্ন সরকারি কার্যালয়ে লুটপাটের ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত কয়েকদিন ধরে অন্য তিনটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ ঘিরে চলছে আফগান-তালেবান লড়াই। এরই মধ্যে শুক্রবার যারানজে হামলা জোরদার করে তালেবান। তবে নিমরোজের ডেপুটি গভর্নর জানান, কোনো প্রতিরোধ ছাড়াই যারানজের দখল নিয়েছে তালেবান। প্রতিরোধে আফগান সরকার যথেষ্ট সেনা মোতায়েন করেনি বলে অভিযোগ স্থানীয় প্রশাসনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply