পরীমণির সাথে সখ্যের অভিযোগে ডিবি থেকে গোলাম সাকলায়েনকে প্রত্যাহার

|

পুলিশ কর্মকর্তা সাকলায়েন ও চিত্রনায়িকা পরীমণি।

পরীমণির সাথে সখ্যের অভিযোগ উঠায় পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলকে ডিবি থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তার সরকারি ফোনও জমা নেয়া হয়েছে।

আজ শনিবার (৭ আগস্ট) দুপুরে এই তথ্যটি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

এর আগে, শনিবার দুপুরে সিআইডির এক ব্রিফিংয়ে জানানো হয়, পরীমণিকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি উক্ত ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে অবশ্যই সে আইনের আওতায় আসবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।

সম্প্রতি গ্রেফতার হওয়া আলোচিত চিত্রনায়িকা পরীমণির কর্মকাণ্ড তদন্ত করতে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সাথে তার সখ্যর বিষয়টি উঠে আসে। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি’র গুলশান বিভাগের এডিসি হিসেবে কর্মরত। সম্প্রতি ঢাকার অদূরে তুরাগতীরে বহুল আলোচিত বোট ক্লাব মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন সাকলায়েন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলার সময় নায়িকা পরীমণির সাথে সখ্য গড়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে।

তদন্তে গিয়ে পরীমণির সাথে প্রেম! সিসিটিভি ফুটেজ ফাঁস, ডিবি কর্মকর্তা সাকলায়েনকে নিয়ে হুলস্থূল >>> প্রতিবেদনটি ভিডিওসহ দেখতে এখানে ক্লিক করুন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply