সাঁতার কাটার সময় কুমিরের কামড়ে মাথায় ও বুকে গুরুতর চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার দুই সেনা সদস্য। এক সেনার ওপর প্রথমে কুমির আক্রমণ করলে তাকে উদ্ধারে তার সহকর্মী এগিয়ে গিয়ে নিজেও কুমিরের হামলার শিকার হন। দুইজনই এখন হাসপাতালে ভর্তি আছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (৬ আগস্ট) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে উপকূলীয় কেপ ইয়র্ক পেনিনসুলায় একটি গ্রামে সাঁতার কাটার সময় এ ঘটনা ঘটে। আহত দুই সেনার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
রয়টার্সের খবরে আরও বলা হয়, আহত দুইজনই সেনা সদস্য বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। তবে তারা তখন দায়িত্বরত ছিলেন কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি।
/এস এন
Leave a reply