ফুল বা ফল নয়, চট্টগ্রামে গাছে মিলছে মাস্ক!

|

অনেকটা ক্রিসমাস ট্রির আদলে তৈরি এই গাছের নাম মাস্ক ট্রি।

সচরাচর গাছে ধরে ফুল বা ফলমূল। তবে চট্টগ্রামে সড়কের পাশে গাছে এখন মিলছে মাস্ক। অনেকটা ক্রিসমাস ট্রির আদলে তৈরি এই গাছের নাম মাস্ক ট্রি। মাস্কের প্রাপ্যতা সহজ এবং মানুষকে আকৃষ্ট করতে ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকার বাদামতলী মোড়ে সড়কের দুপাশে ১০টি গাছে পাতার মতো ঝুলছে বাহারি রঙের হাজারও মাস্ক। মূলত পথ চলতি মানুষকে মাস্ক ব্যবহারে উৎসাহী করতেই ডবলমুরিং থানা পুলিশের ব্যতিক্রমী এ উদ্যোগ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ মহসিন বলেন, মানুষকে আনন্দদানের মাধ্যমে মাস্ক পরতে উৎসাহী করতেই এই উদ্যোগ নিয়েছেন তারা।

বিচিত্র এই ‘মাস্ক ট্রি’ দেখতে ভিড় করছেন উৎসুক পথচারীরা। তারাও জানালেন, এই উদ্যোগে আকৃষ্ট হয়ে মাস্ক পরছেন অনেকেই।

মাস্ক ট্রির এই উদ্যোগ ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply