মহামারি মোকাবেলায় সরকারের ব্যর্থতা এবং লকডাউনে অর্থমন্দার জন্য বিক্ষোভে উত্তাল- থাইল্যান্ড। শনিবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন হাজারো মানুষ।
করোনা শিষ্টাচার অমান্য করেই প্রধানমন্ত্রীর দফতর এবং সরকারি ভবনগুলো ঘেরাও করেন আন্দোলনকারীরা। রাজধানী ব্যাংককের ‘ভিক্টরি মনুমেন্ট’ ছিলো তাদের গন্তব্যস্থল। কিন্তু কন্টেইনারের মাধ্যমে সেই রাস্তা আটকে দেয় নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেটও ছোঁড়ে পুলিশ।
করোনার বিস্তাররোধ এবং টিকা কার্যক্রমে প্রয়ুথ সরকারের গাফিলতিতে বিরক্ত মিত্র রাজনৈতিক দলগুলোও। অভিযোগ- অ্যাস্ট্রাজেনেকার থেকে ভ্যাকসিনের ১ কোটি ডোজ কেনার চুক্তি হলেও অর্ধেকেরও কম পৌঁছেছে দেশটিতে। টিকাদান কর্মসূচির পরিধিও সন্দোষজনক নয়।
শনিবারই একদিনে করোনায় সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু দেখলো দেশটি।
এনএনআর/
Leave a reply