২০২০ সালে অনুষ্ঠিত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ ও নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন পরীক্ষার্থীরা।
রোববার সকালে মহাখালী স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, প্রায় এক বছর আগে পরীক্ষা নেয়া হলেও এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। অবিলম্বে পূর্ণাঙ্গ ফল প্রকাশের দাবি জানায় তারা।
এছাড়া মহামারি বিবেচনায় আরও ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ চান আন্দোলনকারীরা। জানান, দাবি পূরণের আশ্বাস না পেলে কর্মসূচি ছেড়ে ঘরে ফিরবেন না তারা।
এনএনআর/
Leave a reply