নাসিমুল, রাশেদ ও রাইসুল ইসলাম নামে ৩ হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট। গতকাল ঢাকা ও গাইবান্ধা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে ডিএমপিতে ব্রিফিংয়ে সিটিটিসি’র প্রধান মো. আসাদুজ্জামান জানান, ৩ জনই ভয়ঙ্কর সাইবার অপরাধী। হ্যাকার গ্রুপটি সুপার শপ ‘স্বপ্ন’র ১৮ লাখ টাকা মূল্যের ভাউচার অনলাইনে বিক্রি করে।
এর আগে, তারা দেশের একটি ই-কমার্স প্রতিষ্ঠান এয়ারলাইন্স কোম্পানির ওয়েবসাইটও হ্যাক করে অর্থ হাতিয়ে নেয় বলে জানানো হয়।
জানা যায়, চক্রের ৩ সদস্যের মধ্যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তারা দেশ ও দেশের বাইরের যে কোনো ওয়েবসাইটও হ্যাক করতে সক্ষম। চক্রের আরও সদস্যের নাম পাওয়া গেছে। তাদের ধরতেও অভিযান চলছে বলে জানায় সিটিটিসি বিভাগ।
এনএনআর/
Leave a reply