Site icon Jamuna Television

শঙ্কামুক্ত ড. জাফর ইকবাল

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে পুরোপুরি শঙ্কামুক্ত বলে ঘোষণা করেছেন সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা। শনিবার দিবাগত রাতে জাফর ইকবালকে সিলেট থেকে আনার পর প্রায় দুই ঘণ্টার পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা এ কথা জানান।

আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে, আরও পরীক্ষা নিরীক্ষার পর আগামীকাল সকাল ১১টা আনুষ্ঠানিকভাবে অধ্যাপক জাফর ইকবালের শারিরীক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে রাত ১২টার দিকে তাকে সিলেট থেকে এয়ার হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসার পর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

শনিবার বিকাল ৫টা ৩৫ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ফাইজুল ইসলাম নামে এক যুবক। মাথায় আঘাত লাগা ড. জাফর ইকবালকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 

 

Exit mobile version