পরীমণি ও সাকলায়েনের ঘটনা তদন্তে কমিটি গঠন

|

পুলিশ কর্মকর্তা সাকলায়েন ও নায়িকা পরীমণি।

নায়িকা পরীমণি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গোলাম সাকলায়েনের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।

রোববার (০৮ আগস্ট) এই তদন্ত কমিটি গঠন করা হয়।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমকে (ট্রেনিং) এই তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটির অন্য দুই সদস্য হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভীন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার।

এর আগে, শনিবার (৭ আগস্ট) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি) গোলাম সাকলায়েনকে ডিবি থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়।

সম্প্রতি গ্রেফতার হওয়া আলোচিত চিত্রনায়িকা পরীমণির কর্মকাণ্ড তদন্ত করতে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের সাথে তার সখ্যর বিষয়টি উঠে আসে। ঢাকার অদূরে তুরাগতীরে বহুল আলোচিত বোট ক্লাব মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন সাকলায়েন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলার সময় নায়িকা পরীমণির সাথে সখ্য গড়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply