Site icon Jamuna Television

গণটিকা কর্মসূচির তৃতীয় দিনেও নানা অব্যবস্থাপনা-বিশৃঙ্খলা

গণটিকা কর্মসূচির তৃতীয় দিনেও নানা অব্যবস্থাপনা-বিশৃঙ্খলা

ছবি: সংগৃহীত

গণটিকা কর্মসূচির তৃতীয় দিনেও নানা অব্যবস্থাপনা-বিশৃঙ্খলার অভিযোগ। রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে ভোর থেকেই দেখা গেছে আগ্রহী মানুষের দীর্ঘ লাইন।

প্রচুর মানুষের সমাগমে সব কেন্দ্রেই কমবেশি উপেক্ষিত করোনার স্বাস্থ্যবিধি। প্রতিটি টিকাকেন্দ্রে সাড়ে তিনশো মানুষের টিকা দেয়ার কথা থাকলেও তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ জড়ো হন।

এদিকে টিকা নিতে আগ্রহী মানুষের ব্যাপক চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অনেক কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হতেও দেরি হয়। কিছু কেন্দ্রে এসএমএস ছাড়া কাউকে ভ্যাকসিন দেয়া হচ্ছে না। রেজিস্ট্রেশন করে টিকা নিতে আসা অনেকে এমন অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন।

অপরদিকে টিকা দেয়ার ক্ষেত্রে বয়স্করা অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনএনআর/

Exit mobile version