Site icon Jamuna Television

মিলানের সঙ্গে ড্র করলো রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

ড্র দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে এসি মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে গ্যালাক্টিকোস।

অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল রিয়ালের। তবে গোলের প্রথম সুযোগ তৈরি করে এসি মিলান। কিন্তু বল ক্রসবারে লেগে প্রতিহত হয় ডিফেন্ডার থিও এরনদেঁজের শট।

বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল আদায়ে ব্যর্থ হন রিয়াল তারকা গ্যারেথ বেল। বিরতির পর লুকা মডরিচের শট ক্রসবারে প্রতিহত হলে হতাশা নিয়ে মাঠ ছাড়ে কোচ আনচেলত্তি শিষ্যরা।

এদিকে, সবমিলিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিতে চার ম্যাচের তিনটিতেই জয়শূন্য লসব্লাঙ্কোস। আগামী সোমবার লেভান্তের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে ক্লাবটি।

ইউএইচ/

Exit mobile version