Site icon Jamuna Television

মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ছবি: প্রতীকী

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে মহির আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টায় গাংনী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মহির আলী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে।

মহির আলীর ছোট ভাই জহুরুল ইসলাম জানান, সন্ধ্যায় মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে বিষধর সাপে মহির আলীকে কামড় দেয়। পরে তাকে পার্শ্ববর্তী শিমুলতলা গ্রামের জনৈক (মহিলা) ওঝার কাছে নেয়া হলে তার অবস্থার অবনতি হয়। পরে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেবাশিষ কাপুরিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মহির আলীর মৃত্যু হয়েছে।

ইউএইচ/

Exit mobile version