নির্বাচনী উৎসবের মতোই লাইনে দাঁড়িয়ে সবাই টিকা নিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

নির্বাচনী উৎসবের মতোই লাইনে দাঁড়িয়ে সবাই করোনার টিকা নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশের সব জায়গায় সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

রোববার (৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, টিকার প্রতি মানুষের অনীহা কেটে গেছে; তাই টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ভিড়। আগামী ১৫ আগস্টের মধ্যে কোভ্যাক্স ও চীন থেকে ৫৪ লাখ টিকা আসবে; এতে টিকার ঘাটতি থাকবে না বলেও জানান তিনি।

এছাড়া চীনের সাথে আলোচনা করে আরও ৬ কোটি ভ্যাকসিন কেনার খসরা চুক্তির পর্যায়ে আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply