Site icon Jamuna Television

১৯৮৮ সালের আন্দোলনের বর্ষপূর্তিতে মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভ

১৯৮৮ সালের আন্দোলনের বর্ষপূর্তিতে মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভ

ছবি: সংগৃহীত

১৯৮৮ সালের সেনাশাসন বিরোধী আন্দোলনের বর্ষপূর্তিতে আবারও বিক্ষোভে উত্তাল হলো মিয়ানমার। দেশজুড়ে রাজপথে নামে হাজারো মানুষ।

অনলাইনে ডাকা আহ্বানে সাড়া দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় বিভিন্ন শহরে। অন্তত ছয়টি সংগঠনের বিক্ষোভের ভিডিও-ছবি প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিছিল-সমাবেশে জান্তা বিরোধী শ্লোগান দেয় আন্দোলনকারীরা।

১৯৬২ সালে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলের পর সবচেয়ে বড় প্রতিবাদ হয় ১৯৮৮ সালের আগস্টে। ওই বিক্ষোভে ৩ হাজার মানুষের মৃত্যু হয় বলে দাবি জান্তা বিরোধীদের।

রোববারের কর্মসূচিতে আবারও সামরিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দেন আন্দোলনকারীরা।

চলতি বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই অস্থিতিশীল মিয়ানমারের পরিস্থিতি। গত সপ্তাহেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন জান্তা প্রধান মিন অং হ্লাইং।

এনএনআর/

Exit mobile version