Site icon Jamuna Television

জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান

ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। জ্বালানি নিরাপত্তা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ভার্চুয়াল অনুষ্ঠানে মন্ত্রী জানান, জকিগঞ্জের নতুন গ্যাস ক্ষেত্রে প্রমাণিত মজুদ ৭০ বিলিয়ন ঘনফুট। তার মধ্যে উত্তোলনযোগ্য মজুদ ৫০ বিলিয়ন ঘনফুট। দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট করে গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে।

অনুষ্ঠানে নসরুল হামিদ আরও বলেন, দশ থেকে বারো বছর গ্যাস উত্তোলন সম্ভব। যার বর্তমান বাজার মূল্য ১২ শত ৭৬ কোটি টাকা।

ইউএইচ/

Exit mobile version