কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় লুঙ্গির ভাঁজে ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বারসহ একজন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। জব্দ স্বর্ণের মূল্য দুই কোটি একানব্বই লাখ চল্লিশ হাজার টাকা।
সোমবার (৯ আগস্ট) সকালে বিজিবি সদস্যরা উখিয়ার টিভি টাওয়ার এলাকা থেকে স্বর্ণের বারসহ জয়নুল আবেদীন (৬৫) নামের ওই রোহিঙ্গাকে আটক করেন। জয়নুল আবেদীন তুমব্রু কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতো।
৩৪ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, চোরাকারবারীরা স্বর্ণের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনবে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা উখিয়া উপজেলার একটি রাস্তার পাশে অবস্থান নেয়। আনুমানিক সোয়া ৬টার দিকে সন্দেহভাজন একজনকে আটক করে তল্লাশি করা হয়। এসময় তার লুঙ্গির ভাঁজে ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বার পাওয়া যায়।
আটককৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করে তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।
Leave a reply