দিল্লিতে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনী

|

দিল্লিতে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ প্রদর্শনী

ছবি: সংগৃহীত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্য নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। চলচ্চিত্রটি দিল্লি হাইকমিশনে প্রদর্শন করা হয়েছে।

জানা যায়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এক আলোচনা সভা আয়োজন করা হয়। এ সভা শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালক শাপলা মিডিয়ার কর্ণধার মো. সেলিম খান জানান, “বঙ্গবন্ধু সর্বজনীন। বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরও সবার জন্য অনুকরণীয় আদর্শ। তাই তার প্রতিষ্ঠান নির্মাণ করেছেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply