স্পেনে বেড়েছে ইসলামবিদ্বেষী কার্যকলাপ। শুধু সরকারি হিসাবেই ২০১৭ সালে দেশটিতে ৫৪৬টি ইসলামবিদ্বেষী ঘটনার শিকার হয়েছে মুসলিমরা।
‘স্পেনে ইসলামভীতি- ২০১৭’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে স্প্যানিশ সংগঠন ‘সিটিজেনস্ প্ল্যাটফর্ম অ্যাগেইনস্ট ইসলামোফোবিয়া’।
প্রতিবেদনে বলা হয়, ইসলামবিরোধী কার্যকলাপের শিকার ব্যক্তিদের ২১ শতাংশই নারী; বাদ পড়েনি শিশুরাও। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও হামলা হয়েছে মসজিদ এবং মুসলিমদের বেশ কিছু ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের ওপরেও। অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে কট্টর ডানপন্থি রাজনৈতিক সংগঠনগুলোর মুসলিমবিরোধী প্রচারণাও চলছে অব্যাহতভাবে। এর আগে গেল বছর মুসলিমদের ওপর ৯৫০টি হামলার তথ্য প্রকাশ করে জার্মানি।
Leave a reply