Site icon Jamuna Television

কারা হামলা করেছে তা পরিষ্কার: ওবায়দুল কাদের

সিলেটে ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর কারা হামলা করেছে তা পরিষ্কার, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এনিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করে লাভ হবে না।

সকালে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় লিফলেট বিতরণের পর তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের জানান, হামলার নেপথ্যে যারা আছে সবাইকে খুঁজে বের করা হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিরা নিস্ক্রিয় হয়নি। এই ঘটনার মাধ্যমে তারা জানিয়ে দিলো বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। এ হামলা অসাম্প্রদায়িক চেতনার ওপর হামলা। এ হামলা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র।

Exit mobile version