রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ফাঁড়িতে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক শামীমকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
আজ সোমবার (৯ আগস্ট) নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দিয়েছেন।
ভুক্তভোগীর ভাষ্যমতে, স্বামীর নির্যাতনের কারণে তিনি পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেন।পরে নগরীর বোসপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই শামীম তদন্তের স্বার্থে তাকে পুলিশ ফাঁড়িতে ডেকে পাঠান। গতকাল রোববার তিনি মায়ের সাথে ফাঁড়িতে যান। সেখানে তার মাকে বাইরে বসিয়ে রেখে পুলিশ সদস্য শামীম তরুণীকে থানার ভেতরেই শ্লীলতাহানি করেন।
রাজশাহী নগর পুলিশের উপ-কমিশনার ও মিডিয়া মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, ঘটনার দিন সন্ধ্যায় ওই তরুণীর বাবা বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ করেন। আজ পুলিশ কমিশনার অভিযুক্ত শামীমকে প্রত্যাহার করেন।
/এসএইচ
Leave a reply