সাকিব আল হাসানের বোলিং ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা উপহার দিয়েছে টাইগাররা। মাত্র ৯ রানে ৪ উইকেট তুলে অজিদের ৬২ রানেই আটকে দেয় এই অলরাউন্ডার।
দুর্দান্ত পারফরম্যান্সের পর ম্যাচ সেরার পুরষ্কারও উঠে সাকিবের হাতে। যদিও সবকিছু ছাপিয়ে আজকের ম্যাচটি অনন্য হয়ে থাকবে সাকিবের জন্য। কারণ এই ম্যাচেই তিনি এমন এক রেকর্ড করেছেন যা বিশ্বের আরও কোনো ক্রিকেটারের নেই।
বিশ্বে প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১ হাজার রানের পাশাপাশি ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন সাকিব। অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড ও অ্য়াস্টন টার্নারের উইকেট শিকারের মধ্য দিয়ে নতুন এই রেকর্ড গড়েন তিনি।
দেশ সেরা এ অলরাউন্ডার টি-টোয়েন্টিতে ৮৪ ম্যাচে ব্যাট হাতে সংগ্রহ করেছেন ১৭১৮ রান। যেখানে আছে ৯টি অর্ধশতক। পাশাপাশি বল এই বাঁহাতি স্পিনারের শিকার হয়েছেন ১০২ জন।
এছাড়াও, টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলংকার লাসিথ মালিঙ্গার পর ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। ৮৪ ম্যাচ খেলে মালিঙ্গা তুলে নিয়েছেন ১০৭টি উইকেট। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ খেলে সাকিবের সংগ্রহ ১০২টি উইকেট।
Leave a reply