Site icon Jamuna Television

ধর্মান্ধরাই ড. জাফর ইকবালের হামলাকারী : প্রধানমন্ত্রী

সিলেটে ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত; যারা হামলা চালিয়েছে তারা ধর্মান্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ ও বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশে জঙ্গিবাদের স্থান হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কি করছে সে বিষয়ে শিক্ষক-অভিভাবকসহ সকলকে সচেতন থাকতে হবে। মেধাবীরা যাতে বিপথে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে প্রধামন্ত্রী বলেন, ভৌগোলিক সীমারেখা থাকা সত্ত্বেও সরকার দ্বায়িত নেয়ার পর থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে । শিক্ষার মান্নোয়নে জন্য চালু করা হয়েছে শিক্ষাবৃত্তি। এসময়, গবেষণা ও প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

Exit mobile version