সম্প্রতি তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে আলোচিত সমস্যা দাবানল। এরই মধ্যে ইতালিতে দাবানল সৃষ্টির ঘটনায় এক নাশকতাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মন্টেসারকিও শহরের একটি বনভূমিতে অগ্নিসংযোগের ভিডিও প্রকাশ করেছে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, পাহাড়ি বনভূমির শুকনো ঝোপে আগুন লাগিয়ে দ্রুত পালাচ্ছে ঐ ব্যক্তি। শুষ্ক আবহাওয়ার কারণে ছড়িয়ে পড়ে আগুন। অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করেছে পুলিশ।
তবে নাশকতার উদ্দেশ্য প্রকাশ করা হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র, তুরস্ক, স্পেন, গ্রিস ও ইতালিসহ বেশ কয়েকটি দেশে ছড়িয়েছে দাবানল। উচ্চ তাপমাত্রার জন্য বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেও বনভূমিতে ইচ্ছাকৃত অগ্নিসংযোগের ইঙ্গিত দিয়েছেন অনেক দেশের নেতারা।
Leave a reply