চারদিনে ৬ষ্ঠ প্রদেশের দখল হারালো আফগান সরকার

|

চারদিনে ৬ষ্ঠ প্রদেশের দখল হারালো আফগান সরকার

ছবি: সংগৃহীত

এবার আফগানিস্তানের শামানগান প্রদেশের রাজধানী আয়বাকের নিয়ন্ত্রণ নিলো তালেবান। এ নিয়ে চারদিনের মধ্যে ৬ষ্ঠ প্রাদেশিক প্রধান শহরের নিয়ন্ত্রণ হারালো আফগান সরকার।

তালেবান মুখপাত্রের দাবি, শহরটির সরকারি দফতর, গোয়েন্দা অফিস, পুলিশ হেডকোয়ার্টারসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় মোতায়েন রয়েছে তালেবান সদস্যরা। সরিয়ে দেয়া হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা সব পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে। পরে বিষয়টি নিশ্চিত করেন প্রাদেশিক গভর্নর।

গেলো এক সপ্তাহে কুন্দুজ-তাখার-জাওজান-সার ই পোল ও নিমরোজের দখল নেয় তালেবান। বর্তমানে তারা উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর ‘মাজার ই শরিফ’ নিয়ন্ত্রণের পথে। সেখানে চলছে তুমুল লড়াই।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply