আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় জানিয়ে দিয়েছেন মেসি। বিদায় বেলায় কান্নাজড়িত কণ্ঠে ঘোষণা দিয়েছেন ফরাসী ক্লাব পিএসজি হতে পারে তার পরবর্তী ঠিকানা। সেই থেকে প্রত্যেকদিনই গুঞ্জন শোনা যাচ্ছে আজ ফ্রান্সে যাবেন মেসি। তবে, সেই গুঞ্জন এখনও সত্যে পরিবর্তন হয়নি।
এদিকে, সকল আনুষ্ঠানিকতা শেষেও আবার নতুন মোড় নিয়েছে বার্সা-মেসি চুক্তির আলোচনা। এবার মেসিকে বার্সায় রাখতে আবারও নতুন করে প্রস্তাব দেয়া হয়েছে। কাতালান ভিত্তিক সংবাদমাধ্যম বেটেভের অনুষ্ঠান ল্যা পোর্টেরিয়ায় এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে তথ্যটি জানায় সংবাদমাধ্যমটি।
টুইটারের পোস্টটি দেখতে ক্লিক করুন
টুইটারের ওই পোস্টটিতে লেখা হয়, শেষ মুহূর্তে আবারও নাটকীয় মোড় নিয়েছে মেসির ভবিষ্যৎ। বার্সার সিইও ফেরান রেভারটারের হস্তক্ষেপে নতুন করে অফার দেয়া হয়েছে মেসিকে। তাই বলা যায়, মেসির বার্সায় ফেরার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।
এদিকে ৮ আগস্ট এক আনুষ্ঠানিক সংবাদমাধ্যমে অশ্রুসিক্ত কণ্ঠে বার্সায় আর থাকতে পারছেন না বলে জানান এলএমটেন। মেসির ২১ বছরের সাহচর্যের ক্লাবটি জানিয়েছে, তারা ক্লাবের ভবিষ্যৎ চিন্তা করেই মেসির সাথে আর নতুন চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে ।
/এস এন
Leave a reply