পরীমণি-রাজসহ ৫ জনকে আদালতে নেয়া হয়েছে

|

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিসহ গ্রেফতার ৫ জনকে আদালতে তোলা হয়েছে। দ্বিতীয় দফায় সিআইডি ৫ দিনের রিমান্ড চাইতে পারে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয় থেকে তাদের নিয়ে আদালতের পথে রওনা দেয় সংস্থাটি।

অপর ৪ জন হলেন- প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ, পরীমণির কথিত মামা দীপু এবং রাজের সহযোগী সবুজ। এর আগে মাদক মামলায় তাদের চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

গত বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমণি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে। এর পরপরই বনানীর নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয় প্রযোজক রাজকেও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply