ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

|

সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ভারত থেকে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। আমদানি পারমিট ইস্যু করছে বাণিজ্য মন্ত্রণালয়। ভোমরা ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এই কাঁচামরিচ আনছেন আমদানিকারকরা।

সোমবার (৯ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে দুই ট্রাক কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আরও ১২টি ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে। আমদানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে, ভারত থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে এসব কাঁচামরিচ আনা হচ্ছে। তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৬৫০ মেট্রিকটন কাঁচামরিচ ইতোমধ্যে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আনা হয়েছে।

কাঁচামরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে আমদানি পারমিট ইস্যু অব্যাহত রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়। রাজধানীর বিভিন্ন বাজারে মান ভেদে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply