“রাসায়নিক অস্ত্রের বিপরীতে সহায়তা ও সুরক্ষা এবং যে কোন রাসায়নিক ঘটনায় জরুরি পদক্ষেপ” এই শিরোনামে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রিজিওনাল বেসিক কোর্স।
রাজধানীর একটি অভিজাত হোটেলে রবিবার থেকে শুরু হলো ৫ দিনের এই কোর্স। এর উদ্বোধন করেন মেজর জেনারেল মো: আবুল খায়ের। এ সময় উপস্থিত ছিলেন ওপিসিডব্লিউ এর প্রতিনিধি শাহরিয়ার খাত্রিসহ বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন, সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ও বিভিন্ন রাসায়নিক সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এই প্রশিক্ষণে ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তান হতে ৯ জন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে ৩০ জন মোট ৩৯ জন অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণে ক্যামিকেল ওয়ারফেয়ার এজেন্ট হতে রক্ষার উপায় ও বিভিন্ন রাসায়নিক দুর্ঘটনায় জরুরি উদ্ধার সংক্রান্ত বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
Leave a reply