বার্সা থেকে অশ্রুসিক্ত বিদায়, নানা জল্পনা কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে পিএসজির সাথেই গাঁটছড়া বাঁধলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মঙ্গলবার প্যারিসে পৌঁছেই মেসি চুক্তি সম্পন্ন করেন বলে জানা গেছে। মেসিকে পেয়ে উচ্ছ্বসিত সাবেক টিমমেট ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তিনিও তার ইনস্টাগ্রামে মেসির চুক্তির বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, “ব্যাক টুগেদার”।
যতদূর জানা গেছে, দুই বছরের জন্য এই চুক্তি স্বাক্ষর করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। পিএসজি থেকে সাপ্তাহিক পাঁচ লাখ ইউরো বেতন পাবেন মেসি।
নতুন পথচলায় নেইমারের পাশাপাশি আরেক আর্জেন্টাইন তারকা ডি মারিয়া, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে তো পাচ্ছেনই। সাথে যুক্ত হলেন এই সেদিন পর্যন্ত চিরশত্রুর ভূমিকায় সার্জিও রামোসও।
অবশ্য এর আগেই নিশ্চিত হয় মেসির পিএসজিতে যোগ দেওয়ার বিষয়টি। তার বাবা জর্জে মেসি চুক্তি সংক্রান্ত খুঁটিনাটি বিষয় এবং পেসজিতে যোগ দেয়ার ব্যাপারে জানিয়েছিলেন।
এদিকে, মেসিকে অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে লাল গালিচাও বিছিয়ে রেখেছিলো। খবর রটেছে মেসিকে বরণ করে নিতে ফ্রান্সের আইফেল টাওয়ারও ভাড়া করে রেখেছে পিএসজি।
Leave a reply