ইতালিতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয় ভোট নেয়া; চলবে রাত ১১টা পর্যন্ত। ফল প্রকাশ হতে পারে সোমবার।
সাড়ে ছয় কোটি জনগোষ্ঠীর মধ্যে, এবারের নির্বাচনে ভোট দেবেন প্রায় চার কোটি মানুষ। পার্লামেন্টের দু’কক্ষ মিলিয়ে মোট ৯৪৫টি আসনে হবে নির্বাচন। ইউরোজোনভুক্ত তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশটির ১৮তম নির্বাচনে অংশ নিচ্ছে মূলত তিনটি দল।
এগুলো হলো, সিলভিও বারলুসকোনি’র ফোরজা ইতালিয়া; মাত্তেও রেঞ্জির ডেমোক্রেটিক পার্টি এবং লুইজি ডি মায়ো’র ফাইভ স্টার মুভমেন্ট। জরিপে জনসমর্থনের দিক থেকে বারলুসকোনি এগিয়ে থাকলেও, ঝুলন্ত পার্লামেন্টের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।
নির্বাচনের প্রচারণায় অনেক রাজনৈতিক দলেরই মূল পুঁজি ছিলো অভিবাসনবিরোধী মনোভাব। নির্বাচনের মাঠে সবচেয়ে আলোচিত, ইতালির প্রবীণ রাজনীতিবিদ সিলভিও বারলুসকোনিও ঘোষণা দিয়েছেন, জয়ী হলে লাখো অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবেন নিজ নিজ দেশে। জনমত জরিপে তার এই বিপুল জনসমর্থনে শঙ্কিত দেশটিতে অবস্থান করা অভিবাসীরা।
Leave a reply