‘মেসেঞ্জার’কে টপকে শীর্ষ ডাউনলোডের রেকর্ড গড়লো ‘টিকটক’

|

প্রতীকী ছবি

ফেসবুকের মেসেজিং অ্যাপ ‘মেসেঞ্জার’কে টপকে শীর্ষ ডাউনলোডের রেকর্ড গড়লো ‘টিকটক’। ২০২০ সালে সারাবিশ্বে সবচেয়ে বেশিবার ডাউনলোড করা হয়েছে চীনা ভিডিও শেয়ারিং এই অ্যাপটি।

ডিজিটাল প্ল্যাটফর্ম বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘অ্যাপ অ্যানি’র গবেষণায় উঠে এসেছে এ তথ্য। ফলে, প্রথমবারের মতো ফেসবুকের মালিকানাধীন নয় এমন কোন অ্যাপ এই রেকর্ড গড়তে সক্ষম হলো। এর মাধ্যমে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকটকের বাড়তি জনপ্রিয়তার বিষয়টি আরও একবার প্রমাণিত হলো। এদিকে, সেরা পাঁচের তালিকায় বাকি চারটি এখনও ফেসবুকের দখলে।

এর আগে তথ্য চুরির অভিযোগ এনে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধের সিদ্ধান্ত নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জারি করেন নির্বাহী আদেশও। গেল বছর, ভারত সরকারও নিজ দেশে অ্যাপটি ব্যবহারে জারি করে নিষেধাজ্ঞা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply