গৃহযুদ্ধ আসন্ন মিয়ানমারে। জান্তা সরকার গণতন্ত্রপন্থীদের উৎখাত করতে থাকলে শিগগিরই বাধবে বড় ধরনের কোন্দল।
মঙ্গলবার এ আশঙ্কা প্রকাশ করেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ক্রিস্টিন শ্রেনার বার্গনার।
তিনি বলেন, মিয়ানমারে এখনও যুদ্ধ পরিস্থিতি বিরাজমান। কারণ অন্তর্বর্তী সরকার এবং নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণার পর জান্তা প্রধানের বিরুদ্ধে বেড়েছে মানুষের ক্ষোভ। জাতিসংঘও সমর্থন দেয়নি এই সরকারকে। কিছুদিন পর সু চির দল এনএলডি’কে নিষিদ্ধ করলেও অবাক হবো না। রাজনৈতিক চর্চা বন্ধ হবে গণতন্ত্রপন্থীদের। এমন পরিস্থিতি চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।
এনএনআর/
Leave a reply