করোনা ও উপসর্গে গেলো ২৪ ঘণ্টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক জেলায় আরও ১০২ জন মারা গেছেন।
এরমধ্যে সিলেট বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে মারা গেছেন ২০ জন। করোনা ও উপসর্গে ফরিদপুরে প্রাণ গেছে ১৩ জনের। চট্টগ্রামে মারা গেছেন আরও ১২ জন।
রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছে ১০ জনের। সমান সংখ্যক মারা গেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। ময়মনসিংহ মেডিকেলেও প্রাণ গেছে ১০ জনের। এছাড়া ঠাকুরগাঁওয়ে ২ ব্রাহ্মণবাড়িয়া ২ ও টাঙ্গাইলে ১ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
এনএনআর/
Leave a reply