বার্সেলোনা থেকে আকস্মিক বিদায়ের পর ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দিয়েছেন ৬ বারের ব্যালন ডিঅর জয়ী ফুটবলার লিওনেল মেসি। এর সাথে পিএসজির সোশ্যাল মিডিয়াতেও ভিড় জমাচ্ছে ভক্তরা। সেই সংখ্যাটাও চোখ কপালে তুলে দেয়ার মতো। ৪৮ ঘণ্টার ব্যবধানে পিএসজির ইনস্টাগ্রাম পেইজে ফলোয়ার সংখ্যা বেড়েছে প্রায় ৪ মিলিয়ন!
পিএসজিতে মেসির যোগদানের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই ক্লাবটির সকল ভ্যারিফায়েড পেইজে দেখা যাচ্ছে ফলোয়ারদের জোয়ার। মেসি আসার ঘোষণার আগে পিএসজির ইনস্টাগ্রাম পেইজে ফলোয়ার সংখ্যা ছিল ৩৮.৭ মিলিয়ন। আর প্রতিবেদনটি লেখার সময় তাদের ফলোয়ার সংখ্যা ৪২.৯ মিলিয়ন। ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে এই সংখ্যা। এমনকি গত ১ ঘণ্টায়ও ফলোয়ার সংখ্যা ০.২ মিলিয়ন বেড়েছে।
এই জোয়ার শুরু হয়েছে সপ্তাখানেক আগেই। মেসি আসবেন পিএসজিতে, এই খবর চাউর হবার পরই পিএসজিতে বাড়তে থাকে ফলোয়ার সংখ্যা। এক সপ্তাহ আগে পিএসজির ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল প্রায় ৩৭.৯ মিলিয়ন। আর এখন ৪8.৮ মিলিয়ন। অর্থাৎ, সাত দিনের ব্যবধানে পিএসজির ফলোয়ার সংখ্যা প্রায় ৭ মিলিয়ন বাড়িয়ে ফেললেন বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাথলেট লিওনেল মেসি।
/এমই
Leave a reply