ক্রেতা সেজে পুলিশের অভিযান, পাঁচটি অস্ত্রসহ বিক্রেতা আটক

|

মহেশখালীতে অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে ক্রেতা সেজে অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তি অস্ত্র তৈরির কারিগর ও বেচাকেনায় জড়িত।

বুধবার দুপুর ২টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ায় এ অভিযান চালানো হয়। আটক মাহমুদুল হক (৪২) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ার মৃত দলিলুর রহমানের ছেলে।

মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহেদুল ইসলাম জানান, ধৃত ব্যক্তির অস্ত্র বেচাবিক্রিতে জড়িত থাকার খবরে বেশ কিছুদিন ধরেই নজরদারি করা হচ্ছিলো। একপর্যায়ে আজ দুপুরে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। অভিযানে একটি কক্ষের ভেতর কৌশলে পলিথিন মুড়িয়ে লুকানো অবস্থায় দেশীয় তৈরি ৫টি বন্দুক পাওয়া যায়।

তিনি বলেন, আটক ব্যক্তি নিজের বাড়িতে অস্ত্র তৈরি করে মজুদ রেখে বিভিন্ন অপরাধীদের কাছে সরবরাহ করতো। এছাড়া অন্যদের কাছ থেকে সংগ্রহ করে বেচাকেনার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এএসপি জাহেদুল ইসলাম।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply