যৌন কেলেঙ্কারি: নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর পদত্যাগ

|

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: সংগৃহীত

যৌন কেলেঙ্কারির দায়ে অবশেষে পদত্যাগ করলেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ১১ নারীকে যৌন হয়রানির প্রমাণ মেলায় মঙ্গলবার পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।

অবশ্য নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি। দাবি করেছেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য এসব অভিযোগ। গভর্নরের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্যক্তিগত বিতর্কের বাইরে প্রশাসনে কুমোর ভূমিকার প্রশংসা করেন তিনি।

গেলো সপ্তাহে যৌন নির্যাতনের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর থেকেই চাপ বাড়ছিলো কুমোর ওপর। তার পদত্যাগ চাইছিলেন প্রেসিডেন্ট বাইডেনও দুই সপ্তাহ পর কার্যকর হবে কুমোর পদত্যাগ। তার স্থলে নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব নেবেন ক্যাথি হোকুল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply