গত বছরের নভেম্বরে সৌদি আরবে সফরের সময় লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে ‘পদত্যাগে বাধ্য’ করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে লেবাননে ফিরেন তিনি। অবশ্য ফিরেই ঘোষণা দেন, তার পদত্যাগের ঘোষণা তিনি প্রত্যাহার করেছেন।
বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবের প্রকৃত ক্ষমতাধর ব্যক্তি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নির্দেশেই হারিরিকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল।
তবে ৫ মাসের ব্যবধানে হারিরি আবারও সৌদি সফরে আসার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে বলেই মনে হচ্ছে! গত কয়েকদিন ধরে রাজপরিবারের সদস্যদের সাথে বৈঠক-আলোচনা শেষে গতকাল হাসিমুখে তোলা সেলফি টুইট করেছেন। তাতে লেবাননের প্রধানমন্ত্রীর সাথে হাস্যেজ্জ্বল মোহাম্মদ বিন সালমান ও তার ছোট ভাই যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন সালমাকে দেখা যাচ্ছে।
Leave a reply