খাল দখলমুক্ত করতে গিয়ে দখলকারীদের দা’এর কোপে আহত ১, আটক ৩

|

খাল দখনমুক্ত করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন আব্দুল মাজেদ সানা।

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে সরকারি খাল উন্মুক্ত করতে গিয়ে দখলকারীদের দায়ের কোপে আব্দুল মাজেদ (সানা) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এতে আব্দুল মাজেদ সানা’র হাতের কবজির উপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানা গেছে।

আজ বুধবার (১১আগস্ট) দুপুরে শ্যামনগরের কাশিমাড়ীর গাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাম্প্রতিক ভারী বর্ষণে কাশিমাড়ীর বিভিন্ন এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমতাবস্থায় এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে এলাকার নিম্নাঞ্চল রক্ষার জন্য বুধবার দুপুরে কাশিমাড়ীর গাজীরবাজারের উত্তর পাশে সরকারি খাল অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করতে যান ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান।

এসময় খালের অবৈধ নেট ও বাঁধ অপসারণ করতে গেলে অবৈধ দখলদার এবং এলাকার ভূমিদস্যু রফিকুল ও সিরাজুলের ধারাল দায়ের কোপে গুরুতর আহত হন আব্দুল মাজেদ (সানা)। এতে তার হাতের কবজির উপরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসীর সহায়তায় প্রথমে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply