‘পশ্চিমারা নিজেদের পরমাণু অস্ত্র ধ্বংস করলে আমাদের কার্যক্রমও গুটিয়ে নেব’

|

A handout picture provided by the office of Iranian President Hassan Rouhani on October 29, 2017 shows him meeting with Director General of the International Atomic Energy Agency (IAEA), Yukiya Amano (not in frame) in Tehran. / AFP PHOTO / IRANIAN PRESIDENCY / HO / == RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / HO / IRANIAN PRESIDENCY" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS ==

ইরানের সেনাবাহিনীর মূখপাত্র বলেছেন, যদি পশ্চিমারা তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস না করে তাহলে আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনারই সুযোগ নেই।

শনিবার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে সীমিত করতে আমেরিকানরা যেসব প্রলাপ বকছেন তা অর্জন করা একটি অবাস্তব স্বপ্ন মাত্র।’

‘ইরানের সাথে ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো আলোচনায় যেতে হলে শর্ত হচ্ছে আমেরিকা ও ইউরোপের হাতে যেসব পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে সেগুলো আগে ধ্বংস করতে হবে’, বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ।

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে তাদের নীতির পরাজয়ের কারণেই মার্কিনীরা আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এত সমালোচনা করছে। ’

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে ছয় জাতির করা পরমাণু চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন। তার দাবি, চুক্তি টিকিয়ে রাখতে হলে ইরানকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সীমিত করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply