করোনাভাইরাস: বিশ্বজুড়ে মোট প্রাণহানি ৪৩ লাখ ৩৭ হাজারের কাছাকাছি

|

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে বিশ্বজুড়ে মোট প্রাণহানি এখন ৪৩ লাখ ৩৭ হাজারের কাছাকাছি। একদিনে মৃত্যুবরণ করেন আরও ১০ হাজারের বেশি মানুষ।

বুধবারও দেড় হাজারের ওপর মৃত্যু লিপিবদ্ধ করে ইন্দোনেশিয়া। দৈনিক প্রাণহানির শীর্ষে থাকা দেশটিতে শনাক্ত হয় সাড়ে ৩০ হাজারের বেশি সংক্রমণ। পরের অবস্থানেই ব্রাজিল। বুধবারও ১১শ’র বেশি মানুষের মৃত্যু হয় লাতিন দেশটিতে।

এদিকে নমুনা পরীক্ষা এবং করোনা সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্র। একদিনে ৬১৪ জনের মৃত্যু হয় মার্কিন মুলুকে। দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয় এক লাখ ৪৪ হাজারের মতো সংক্রমণ। এদিন রাশিয়ায় ৭৯৯, মেক্সিকোয় ৫৪১, ইরানে ৫৩৬ ও ভারতে ৫১৯ জনের মৃত্যু হয় করোনায়। বিশ্বে মোট শনাক্ত রোগী সাড়ে ২০ কোটির ওপর।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply