Site icon Jamuna Television

আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি ওমর আল-বশির

সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির। ছবি: সংগৃহীত

মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির।

বুধবার (১১ আগস্ট) দেশটির মন্ত্রীসভার বৈঠকে তাকে আইসিসির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়।

দারফুরে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বশির। দারফুর সংকটের সাথে জড়িত আরও কয়েকজন সাবেক কর্মকর্তাও আইসিসিতে বিচারের মুখোমুখি হবেন। ২০০৯ সালে প্রথম বশিরের বিরুদ্ধের গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।

সুদানে ২০০৩ সালের দিকে শুরু হয় দারফুর সংকট। সেসময় রাজধানী খার্তুমে সরকারের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। তাদের দমনে গ্রামের পর গ্রামে হত্যাযজ্ঞ চালায় সরকারি বাহিনী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী সেসময় ৩ লাখ নাগরিককে হত্যা করা হয়েছিল। বাস্তুচ্যুত হয় ২৫ লাখ মানুষ। তিন দশক ধরে দেশের শাসনকর্তার ভূমিকায় থাকার পর ২০১৯ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন বশির।

Exit mobile version