রাশিয়ায় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ আরোহী ছিলেন, যার মধ্যে ১৩ জনই পর্যটক।
বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সাতজনের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।
খবরে বলা হয়, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতকা অঞ্চলে বৃহস্পতিবার প্রথম প্রহরে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।
দেশটির জরুরি সেবা সংস্থা জানায়, হেলিকপ্টারে ১৬ যাত্রী ছিলেন। এদের মধ্যে এক শিশুসহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন।
জরুরি সেবা সংস্থার এক মুখপাত্র বলেন, আট যাত্রী বেঁচে আছেন। তাদের উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। তবে এখনও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।
এর আগে গত ৬ জুলাই ২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়। এন-২৬ নামের ওই যাত্রীবাহী বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল। পরবর্তীতে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ২৮ আরোহী ছিল যাদের মধ্যে ছয়জন ক্রু সদস্য। এছাড়া আরোহীদের মধ্যে এক বা দু’জন শিশুও ছিল।
এনএনআর/
Leave a reply