পূর্বের সেই চিরচেনা চেহারায় ফিরেছে রাজধানী ঢাকা। নগরীর সড়কজুড়ে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চাপ দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল থেকে সড়কে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। অফিস টাইমে হুড়োহুড়ি করে গণপরিবহনে উঠতে দেখা যায় কর্মস্থলমুখী যাত্রীদের। এই সময় বেশিরভাগকে দেখা যায়নি সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানতে। অনেক বাসে আসনের বাইরে দাঁড়িয়েও যাত্রী তোলা হচ্ছে। অথচ দাঁড়িয়ে যাত্রী পরিবহনে আছে নিষেধাজ্ঞা। এছাড়া গতকালের মতো আজও নেই যাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা।
তবে পূর্বের ভাড়ায় চলাচল করছে বাস। একই অবস্থা ট্রেন ও লঞ্চ ঘাটেও।
এনএনআর/
Leave a reply