গাছে একই রশিতে ঝুলছিল দুই যুবকের মরদেহ

|

গাছে ঝুলে থাকা মরদেহ ঘিরে মানুষের জটলা।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার একটি গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই যুবকের নাম মৃনাল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃনাল চন্দ্র দাস বাদিয়াখালি ইউনিয়নের পাঠান ডাংগা মাঝিপাড়া গ্রামের রামচন্দ্র দাসের ছেলে ও সুমন চন্দ্র দাস চুনিয়াকান্দি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে।

গাইবান্ধা সদর থানার তদন্তকারী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার জানান, সকালে গাছে দুই যুবকের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একসঙ্গে তাদের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, নিহতের স্বজনরা জানান, ঢাকায় যাওয়ার কথা বলে দুইদিন আগে নিখোঁজ হয় মৃনাল ও সুমন। এরপর অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান মেলেনি। কেউ তাদের হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ করেন তারা।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply